২০১৮ সালে পর্দা কাঁপাবে যে ১০টি হলিউড মুভি.....
২০১৮ সালে
পর্দা কাঁপাবে যে ১০টি হলিউড মুভি
২০১৭ সালটি ছিল হলিউড মুভিগুলোর জন্য এক অসাধারণ বছর।
স্টার ওয়ারস: এপিসোড এইট, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮,
ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট, ডেসপিকেবল
মি ৩, স্পাইডার ম্যান
হোমকামিং,
জাস্টিস লিগ, ওয়ান্ডার
ওম্যান ব্লকবাস্টার হিট হয়েছে এ বছরই।
তারই ধারাবাহিকতায় ২০১৮ সালেও বেশ কিছু
নতুন হলিউড সিনেমা পর্দা কাঁপাতে
আসছে। তবে কোন সিনেমাটি হিট হবে আর
কোনটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে, তা
সময়ই বলে দেবে। কিন্তু সময়ের আগেই
সিনেমাগুলো নিয়ে দর্শকদের মাঝে চলে নানা
ধরনের আলোচনা-সমালোচনা। কোনো কোনো
সিনেমাকে ঘিরে প্রত্যাশার পারদ হয়ে যায়
আকাশচুম্বী। আজ আমরা কথা বলব ২০১৮ সালে
পর্দা কাঁপাতে আসা এমনই ১০টি হলিউড
মুভি নিয়ে।
১) অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার
আরো একবার মহাবিশ্ব ধ্বংসের দ্বারপ্রান্তে এবং আরো একবার
মহাবিশ্বকে বাঁচাতে এগিয়ে আসে সুপার হিরোদের নিয়ে গড়া দল অ্যাভেঞ্জারস।
অ্যান্থনি রুসো এবং জো রুসোর পরিচালনায় মহাবিশ্বকে শত্রুদের হাত থেকে বাঁচানোর
জন্য থর, ক্যাপ্টেন আমেরিকাদের সংগ্রামের চিত্রই ফুটে উঠবে এ সিনেমায়।
অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার সিনেমার পোস্টার © Disney Pictures
থানোস নামের এক মহা শক্তিশালী শত্রুর মুখোমুখি আজ গোটা বিশ্ব।
ইনফিনিটি স্টোন নামে ৬টি পাথর বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা আছে। এই
পাথরগুলো অকল্পনীয় শক্তির আধার। থানোস এই শক্তি ব্যবহার করে মহাবিশ্বের বাস্তবতায়
বদলে দিতে চায়। মার্ভেলের সুপার হিরোরা কি পারবে থানোসের হাত থেকে
মহাবিশ্বকে বাঁচাতে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে ২০১৮ সালের ৪ মে পর্যন্ত।
এ তারিখেই মুভিটি মুক্তি পাবে।
২) রেক-ইট রালফ টু: রালফ ব্রেকস দ্য ইন্টারনেট
রেক ইট রালফের প্রথম কিস্তি মুক্তির পরপরই বাজিমাত করেছিল।
ছোট-বড় সবাই এটি পছন্দ করেছিল। তারই ধারাবাহিকতায় প্রায় ৬ বছর পর এই
সিরিজের দ্বিতীয় মুভি মুক্তি পেতে যাচ্ছে। প্রথম ছবির পেছনের কারিগররা আরেকবার
একত্রিত হয়েছেন মুভিটির দ্বিতীয় কিস্তি দর্শকদের সামনে আনার জন্য।
একদিকে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রোডাকশন, আর
অন্যদিকে ফিল জন্সটন এবং
অস্কারজয়ী পরিচালক রিচ মুরের পরিচালনার
কারণে সিনেমাটি নিয়ে আশায় বুক
বাঁধাই যায়। মুভিটি ২০১৮ সালের ২১ নভেম্বরে
মুক্তি পাবে। এই মুভিটিতে রালফ একটি
ওয়াই-ফাই রাউটার খুঁজে পায় এবং শুরু হয় তার এক নতুন রোমাঞ্চকর অভিযান।
Source: movieweb.com
৩) জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম
এটি জুরাসিক পার্ক/ওয়ার্ল্ড সিরিজের ৫ম সিনেমা। এই সিনেমার
কাহিনী আগের জুরাসিক পার্ক সিনেমাগুলো থেকে বেশ কিছুটা ভিন্ন। অন্য
সিনেমাগুলোতে যেখানে ছিল ডায়নোসরদের কবল থেকে বেঁচে থাকার লড়াই, সেখানে
এই সিনেমাতে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ডায়নোসরদের চিরতরে বিলুপ্ত হবার
হাত থেকে বাঁচাতে কয়েকজন মানুষের লড়াইয়ের কাহিনী দেখা যাবে। আর সে
উদ্দেশ্যেই ওয়েইন এবং ক্লেয়ার জুরাসিক পার্ক বন্ধ হয়ে যাওয়ার ৪ বছর পর আবার
সেখানে ফিরে আসেন। এবারের মুভিটি পরিচালনা করেছেন জে. এ. বায়োনা। এটি
২০১৮ সালের ২২ জুন মুক্তি পাবে।
জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম;
Source: pictame.com
৪) ইনসিডিয়াস: দ্য লাস্ট কি
২০১৮ সালে ইনসিডিয়াস সিরিজের ৪র্থ এবং সর্বশেষ সিনেমাটি আমাদের
রক্ত হিম করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েই আসছে। সিনেমাটি পরিচালনা
করেছেন অ্যাডাম রবিটেল।
ডক্টর এলিস রেইনিয়ার একজন প্যারা সাইকোলজিস্ট। এবারে তার
জীবনের সবচেয়ে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন তিনি। তিনি নিউ মেক্সিকোতে এক
পরিবারে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনার অনুসন্ধানে যান। সেখানে গিয়ে তিনি আবিষ্কার
করেন এটি সেই বাড়ি, যেখানে তিনি তার শৈশব কাটিয়েছেন। সিনেমাটি ২০১৮ সালের ৫ জানুয়ারিতেই
মুক্তি পেতে যাচ্ছে।
ইনসিডিয়াস: দ্য লাস্ট কি;
Source: teaser-trailer.com
৫) এক্স-মেন: ডার্ক ফিনিক্স
এক্স-মেন: ডার্ক ফিনিক্স এক্স-মেন সিরিজের ১৩ নম্বর মুভি।
সিনেমাটিতে এক্স-মেন দলের একজন সদস্য অস্বাভাবিক ক্ষমতার অধিকারী হয়ে যায়
এবং অন্ধকারের এক ভয়াল জগতে প্রবেশ করে। এখন এক্স-মেনদের সিদ্ধান্ত
নিতে হবে, তারা কী করবে? তাদের দলের একজনের জীবনের মূল্য কি সারা পৃথিবীর মানুষের জীবনের মূল্যের চেয়ে বেশি?
এক্স-মেন: ডার্ক ফিনিক্স;
Source: tumblr.com
সিনেমাটিতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স, জেসিকা
কাস্টেইন, মাইকেল
ফ্যাসবেন্ডার, সোফি
টার্নার প্রমুখ। এটি পরিচালনা করেছেন সিমোন কিনবার্গ। সিনেমাটি ২০১৮ সালের ২ নভেম্বর
মুক্তি পেতে যাচ্ছে।
৬) অ্যানিহিলেশান
অ্যালেক্স গারল্যান্ড পরিচালিত এই সিনেমাটি ফেব্রুয়ারির ২৩ তারিখ মুক্তি পেতে যাচ্ছে।
নাটালি পোর্টম্যান সিনেমাটিতে একজন জীববিজ্ঞানী হিসেবে আবির্ভূত
হয়েছেন। তিনি দুর্যোগের ফলে পরিত্যক্ত এক এলাকায় তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন।
অস্কার আইজ্যাক তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। জেনিফার জেসন
লে অভিনয় করেছেন একজন মনোবিজ্ঞানীর চরিত্রে।
অ্যানিহিলেশান সিনেমার একটি দৃশ্য; Source: sbs.com.au
৭) ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস
অভ গ্রিনডেলওয়াল্ড
ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অভ গ্রিনডেলওয়াল্ড সিনেমাটি
২০১৮ সালের ১৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এটি ফ্যান্টাস্টিক
বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম সিরিজের দ্বিতীয় কিস্তি। এটি জে. কে.
রোলিং এর জাদুকরী দুনিয়ার ১০ম গল্প,
যার যাত্রা শুরু হয়েছিল হ্যারি পটার
সিরিজের মধ্য দিয়ে। এতে নিউট স্ক্যামান্ডারের রোমাঞ্চকর এক অভিযান দেখা
যাবে। জনি ডেপ, ক্যাথেরিন ওয়াটারস্টন,
জ্যুড ল,
এডি রেডমেইন সহ বেশ কয়েকজন নাম করা অভিনেতা এতে অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড ইয়েটস।
Source: pottermore.com
৮) সলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি
রন হাওয়ার্ড পরিচালিত এই সিনেমাটি ২০১৮ সালের ২৫ মে মুক্তি পেতে যাচ্ছে।
হান সলো বিখ্যাত স্টার ওয়ারস মুভি সিরিজের একটি চরিত্র। সিনেমাটিতে
তরুণ হান সলোর জীবনের গল্প এবং তার মহাকাশ অভিযানের কথা তুলে ধরা হয়েছে।
সলো: অ্যা স্টার ওয়ারস স্টোরি;
Source: uebelator.deviantart.com
৯) হোটেল ট্রান্সিলভ্যানিয়া ৩: সামার
ভ্যাকেশান
সনি পিকচার্সের বিখ্যাত হোটেল ট্রান্সিলভ্যানিয়া অ্যানিমেশন
সিরিজের তৃতীয় সিনেমা এটি। সবার প্রিয় দৈত্য ম্যাভিস তার বাবা ড্রাকুলা
সহ সমগ্র পরিবার নিয়ে এক বিলাসবহুল জাহাজে গ্রীষ্মের ছুটি কাটাতে যায়।
সেখানে তারা বিভিন্ন খেলাধুলা এবং অন্যান্য মজার কাজকারবারের মাধ্যমে
আনন্দঘন সময় কাটাতে থাকে। কিন্তু স্বপ্নের ছুটি বেশিদিন স্থায়ী হয় না। এই
ছুটি বিভীষিকায় পরিণত হয়,
যখন ম্যাভিসের বাবা ড্রাকুলা জাহাজের
রহস্যময় ক্যাপ্টেন এরিকার প্রেমে পড়ে যায়। ম্যাভিস মেয়ে হিসেবে এই
প্রেম মেনে নিতে পারে না। ড্রাকুলা আর এরিকাকে আলাদা রাখার জন্য বিভিন্ন
হাস্যকর কাজকারবার করতে থাকে ম্যাভিস। বাবা আর মেয়ের মাঝে এই নিয়ে দ্বন্দ্ব শুরু
হয়। এছাড়াও জাহাজের ক্যাপ্টেন এরিকা এমন একটি ভয়ঙ্কর গোপন তথ্য লুকিয়ে
রাখে, যা সমগ্র
দৈত্য জাতিকেই বিলুপ্ত করে দিতে পারে।
সিনেমাটি পরিচালনা করেছেন গেন্ডি টারটাকোভস্কি। সিনেমাটিতে
ড্রাকুলার চরিত্রে কণ্ঠ দিয়েছেন অ্যাডাম সান্ডলার এবং ম্যাভিসের চরিত্রে
কণ্ঠ দিয়েছেন সেলেনা গোমেজ। এছাড়াও
অ্যান্ডি সামবার্গ, মলি শ্যাননও এই সিনেমায় কণ্ঠ দিয়েছেন। সিনেমাটি ২০১৮ সালের ১৩ জুলাই মুক্তি পাবে।
Source: movieweb.com
১০) প্যাসিফিক রিম: আপরাইজিং
‘প্যাসিফিক রিম:
আপরাইজিং’ সিনেমাটি মূলত রোবট বনাম দানবের এক যুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে।
সমুদ্র থেকে হঠাৎই কাইজু নামের এক দানবের আবির্ভাব ঘটে। তাদের সাথে শুরু
হয় মানবজাতির এক যুদ্ধ। এমন এক যুদ্ধ,
যা লাখো মানুষের জীবন কেড়ে
নেবে এবং সম্ভবত মানবসভ্যতাকেই হয়ত ধ্বংস করে দেবে। তাই কাইজুর সাথে যুদ্ধের
জন্য জাইগারস নামের এক দানব আকৃতির রোবট তৈরি করা হয়। কিন্তু জাইগারস নামের
রোবটগুলোও কাইজুর সামনে অসহায় হয়ে পড়ে। নিশ্চিত পরাজয়ের মুখে মানব
জাতির সামনে তাদের দুই পুরাতন যোদ্ধাকে ফিরিয়ে আনা ছাড়া আর কোনো পথ খোলা থাকে
না। তারা একত্রে মানব জাতির শেষ আশা ভরসার প্রতীকে পরিণত হয়।
প্যাসিফিক রিম: আপরাইজি সিনেমার পোস্টার; Source: imdb.com
এছাড়াও ২০১৮ তে আরো অসংখ্য হলিউড মুভি আসছে, যার
জন্য দর্শকরা অপেক্ষা করে বসে আছে। এর অনেকগুলোই হয়তো বক্স অফিসে ঝড় তুলবে, আবার
কোনোটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে। আবার একদমই আলোচনায় না থাকা অনেক মুভিও
কেড়ে নেবে দর্শকদের হৃদয়। অবশ্য মুক্তির আগেই কোন সিনেমাগুলো এগিয়ে থাকবে, তা
নিয়ে সমালোচক, দর্শকরাও দ্বিধাবিভক্ত। তাই এই ছোট তালিকায় অনেক মুভির নামই
হয়তো বাদ রয়ে গেল। এর অর্থ এই নয় যে,
সেগুলোর প্রতি দর্শকদের আগ্রহ নেই। তো পাঠক, দর্শক হিসেবে আপনারা কোন ১০টি সিনেমার জন্য অধীর আগ্রহে
অপেক্ষা করছেন?
Created by Sikder Jahid
No comments